গত ষোল বছরের ছাত্ররাজনীতি সমাজকে কলুষিত করেছে: এ্যানি

- আপডেট সময় : ০৯:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

গত ষোল বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্ররাজনীতি হয়েছে সেটা কোনোভাবেই ছাত্ররাজনীতি হতে পারে না। এই ছাত্ররাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছে, ছাত্ররাজনীতি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত কোরআন তিলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিগত বছরগুলোতে ক্যাম্পাস ভিত্তিক দু:শাসন প্রতিষ্ঠার কারণে ছাত্রদল নতুন প্রজন্মের কাছে তাদের তুলে ধরার সুযোগ পায়নি। ৫ আগস্টের পর জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। ছাত্র রাজনীতিতেও গুণগত পরিবর্তন এসেছে। আমার বিশ্বাস ছাত্রদল সে সুযোগটি গ্রহণ করেছে। ভবিষ্যতেও তারা ছাত্রদের অধিকার আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে সেই ভাবমূর্তি ধরে রাখবে।
দলের যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের ছাত্ররাজনীতির পুরোনো সেই ভাবমূতি ফিরিয়ে আনতে ছাত্রদলকে নানা পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ থেকেই আজকের এই কুরআন প্রতিযোগিতার আয়োজন। ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়ে ক্যাম্পাস ভিত্তিক একটি সুষ্ঠু ছাত্ররাজনীতির ধারা ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, এই প্রজন্মের যারা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের সামনে ছাত্র রাজনীতির কোন ভালো চিত্র ছিলোনা। তারা ছাত্র রাজনীতির কোনো ভালো দিক দেখেনি। তারা ধরেই নিয়েছে ছাত্রলীগের অপরাজনীতিই বাংলাদেশের ছাত্র রাজনীতি। প্রকৃতপক্ষে, বিগত ষোল বছরে ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসভিত্তিক যে অপরাজনীতি হয়েছে তা এদেশের ছাত্র রাজনীতি হতে পারে না।
এ্যানি আরও বলেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি এনে দিতে পারে একটি সুন্দর, সুশাসন ব্যবস্থা। তার জন্য দেশে একটি জনগণের সরকার প্রয়োজন। জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্য প্রয়োজন।’
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খোলাফত মজলিসের আমির মামুনুল হক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।