ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিকিৎসকের অনুমতি পেলেই ফিরবেন দেশে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে অনেকটাই ভালো আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কবে দেশে ফিরবেন তিনি। এ অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সাথে ঈদ করতে যাচ্ছেন খালেদা জিয়া। এদিকে বিদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের সুযোগ পেয়ে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী-সমর্থকরা।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে অবস্থান করছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।

পরিবারের সদস্যদের কাছে থেকেই নিচ্ছেন চিকিৎসা। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’-এর লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়ম করে বাসায় গিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে আসছেন চিকিৎসক দল। পাশাপাশি আপনজনদের সেবায় অনেকটাই ভালোর দিকে বিএনপির চেয়ারপার্সনের শারীরিক অবস্থা।

এ অবস্থায় খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ব্যাপারে এখন টিভিকে দেশে ফেরার সম্ভাব্য সময় জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেকটাই বেড়েছে। আমরা আশা করছি যে, চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা ওনার দেশে ফেরার ব্যবস্থা করতে পারবো। দেশে ফেরার ব্যাপারে উনি এবং ওনার পরিবার উভয়ই আগ্রহী।’

খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদ্‌যাপন করার সুযোগে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাস করা বিএনপির কর্মী-সমর্থকরা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সভাপতি এম এ মালেক বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বাসিত যে, আমরা আমাদের নেত্রীর জন্য আন্দোলন করে ওনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য আনতে সক্ষম হয়েছি। নেত্রীর সাথে সবাইকে নিয়ে আমরা ঈদ করতে পারবো, সেজন্য আমরা আনন্দিত।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক অসুস্থতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসকের অনুমতি পেলেই ফিরবেন দেশে খালেদা জিয়া

আপডেট সময় : ০২:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লন্ডনে অনেকটাই ভালো আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কবে দেশে ফিরবেন তিনি। এ অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সাথে ঈদ করতে যাচ্ছেন খালেদা জিয়া। এদিকে বিদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের সুযোগ পেয়ে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী-সমর্থকরা।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে অবস্থান করছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।

পরিবারের সদস্যদের কাছে থেকেই নিচ্ছেন চিকিৎসা। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’-এর লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়ম করে বাসায় গিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে আসছেন চিকিৎসক দল। পাশাপাশি আপনজনদের সেবায় অনেকটাই ভালোর দিকে বিএনপির চেয়ারপার্সনের শারীরিক অবস্থা।

এ অবস্থায় খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ব্যাপারে এখন টিভিকে দেশে ফেরার সম্ভাব্য সময় জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেকটাই বেড়েছে। আমরা আশা করছি যে, চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা ওনার দেশে ফেরার ব্যবস্থা করতে পারবো। দেশে ফেরার ব্যাপারে উনি এবং ওনার পরিবার উভয়ই আগ্রহী।’

খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদ্‌যাপন করার সুযোগে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাস করা বিএনপির কর্মী-সমর্থকরা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সভাপতি এম এ মালেক বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বাসিত যে, আমরা আমাদের নেত্রীর জন্য আন্দোলন করে ওনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য আনতে সক্ষম হয়েছি। নেত্রীর সাথে সবাইকে নিয়ে আমরা ঈদ করতে পারবো, সেজন্য আমরা আনন্দিত।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক অসুস্থতায় ভুগছেন।