তাইওয়ানের আকাশে ৫৯টি চীনা উড়োজাহাজ শনাক্ত করেছে দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত শুক্রবার তাইওয়ানের প্রসিডেন্ট লাই চিংতে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার পর এই ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তাইওয়ানের মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৯টি উড়োজাহাজের পাশাপাশি ৯টি চীনা যুদ্ধজাহাজ ও দুটি বেলুন শনাক্ত করা হয়েছে। উড়োজাহাজগুলোর মধ্যে ৫৪টি গতকাল সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এটি একটি কঠোর সতর্ক বার্তা।
তাইওয়ানকে সব সময় নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তারা যেকোনো মূল্যে স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্রটিকে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই উদ্দেশ্যে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে চীন।