বাংলাদেশের জন্য সৌদি সরকার ওমরাহ হজের ভিসা বন্ধ করেনি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, হঠাৎ রমজানে সৌদি আরবে হাজির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিসার সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে ২০ থেকে ৩০ হাজার যাত্রী টিকিট কাটার পরেও বাংলাদেশ থেকে হজে যেতে পারছেন না।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ঈদের পর তারা ভিসা পাবেন। যারা ভিসা পাবেন না তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হবে।
উপদেষ্টা বলেন, প্রতি বছর রমজানে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ হজযাত্রী ওমরাহ হজের জন্য সৌদি আরব যান। এবারও প্রায় ৮০ হাজারের মতো হাজি ওমরাহ করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে।