বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য তার নিজের: ধর্ম উপদেষ্টা

- আপডেট সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন, তা তার নিজের বক্তব্য বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা নিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ হচ্ছে এমন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার (১৭ মার্চ) এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু করেছে।
তুলসীর এমন মন্তব্যে গভীর উদ্বেগের কথা জানায় বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এতে বলা হয়, তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি, একটি ইসলামী খেলাফতের সঙ্গে শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্যের মূলের মধ্যে নিহিত বলে অভিযোগ করেছেন। তার এ বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।
এদিকে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য দেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশ অর্থনৈতিক দিক দিয়ে খাদের কিনারে ছিল, সেখান থেকে এই সরকার দেশকে তুলে এনেছে। এখন আর দেশ অর্থনৈতিকভাবে খাদের কিনারে নেই। অবস্থা আগের চেয়ে ভালো।