ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের

- আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা, মামলা, ক্ষুণ্ন এবং মুসলিম নারীদের হেনস্তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতি দেয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের।
আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ভারতে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ‘শান্তিকামী বাংলাদেশের মানববন্ধনে’ এই আহ্বান জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের রক্ত দিয়ে ভারতের হিন্দুত্ববাদীরা হলি উদযাপন করেছে, মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। মুসলিম নারীদের ওপর করা হয়েছে যৌন হয়রানি। এসবই ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় বলেও মন্তব্য করেন তারা।
ভারত মুসলিম সংখ্যালঘু নারীদের নিরাপত্তা না দিতে পারলে দেশটির অখণ্ড মানচিত্রের ব্যাপারেও হুঁশিয়ারি করে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশে শাহবাগী নারীবাদীরা ভারতে মুসলিম নারীদের হেনস্তাতেও চুপ আছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করলে রুখে দেয়া হবে।