ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২৫% নির্ধারণ ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার

- আপডেট সময় : ০১:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

রমজানে তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমিয়ে ২৫% নির্ধারণ ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র রমজানে তাজা ফলের মূল্য সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে গত শনিবার (১৬ মার্চ) দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।’
এছাড়া গত ১০ মার্চ আরও একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে, ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে, আপামর জনগণ কর্তৃক বহুল ব্যবহৃত দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেছে। শিক্ষার্থীদের স্বার্থে পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।
এছাড়া, হজ যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করাসহ সরকার জনস্বার্থে নানাবিধ করছাড় প্রদান করেছে বলেও উল্লেখ করা হয়েছে এনবিআরের এই বিজ্ঞপ্তিতে।