অবৈধ সম্পদ: সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

- আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে তার বিরুদ্ধে ৬৮ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। বুধবার ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
২০২৩ সালের জানুয়ারি মাসে আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে আমেরিকায় একাধিক বাড়ি ও দেশে অবৈধ সম্পদের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছিলেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। কিন্তু এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দুদক বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা।
আমেরিকার নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট, বাড়ি ও জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট এবং বাড়ি যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকাসহ স্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি ২৭ লাখ এবং অস্থাবর সম্পদের মূল্য ৩৭ কোটি ১৬ লাখ টাকারও বেশি।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার হন গোলাপ।