অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১৭ বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্স বিহীন রিভলভার পাওয়ার দাবি করা হয়। গ্রেপ্তারের সাতদিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ।
এ মামলায় ২০০৭ সালের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত।
বাবরের পক্ষে আইনজীবী বলেন, ‘যৌথবাহিনী গ্রেপ্তারের ৭ দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয় একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয় কিন্তু শব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।’