ইয়েমেনের ১০ এলাকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ইয়েমেনের রাজধানী সানার অন্তত ১০টি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে শহরে বিভিন্ন স্থাপনা ও শিল্প কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী।
রণতরি থেকে একের পর এক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের দিকে। হুথি অধ্যুষিত বন্দর নগরী হোদেইদাহ শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এতে শহরের অন্যতম বেসরকারি মালিকানাধীন লোহা ও ইস্পাত কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি মার্কিন ডলার। বন্ধ হয়ে গেছে কারখানাটির উৎপাদন।
যদিও, মার্কিন বাহিনীর দাবি তারা ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।