গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল

- আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্খা তৈরি হয়েছে তা বাস্তবায়নে দৃঢ় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করে তিনি বলেন, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে।
দেশ অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই দেশবাসীর মূল আকাঙ্ক্ষা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে। আমি অনুরোধ করব, এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার। যাতে সবাইকে নিয়ে সামনের পথ এগোতে পারি।’
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে অরাজনৈতিক শক্তি সুযোগ পাবে। ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি সত্যিকারের জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত হন। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪ এর বিল্পব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষের মনে যে আশা আকাঙ্খার সঞ্চার হয়েছে তা ধারণ করে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যেতে হবে।
ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে বিদায় করেছে, তাই তাদের রাজনীতির কোনো সুযোগ নেই। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে রাজনীতিবিদরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও একটি সুন্দর বাংলাদেশের প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকারি সংস্কার করার ওপর জোর দেন রাজনীতিবিদরা। নানা মতপার্থক্য নিরসন করে ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কথাও বলেন তারা।
আগামী নির্বাচনসহ অন্যান্য বিষয়ে বড় দল হিসেবে বিএনপিকে জাতীয় ঐক্য গড়ার বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।