ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দীপু মনি, ইনু ও মেননের ৪ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে পিটিশন জমা দেন। তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে তাদের চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার ১৬টি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীর অভিযোগ, আওয়ামী লীগের নেতদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন এবং আন্দোলন দমনে ভূমিকা ছিল না। অথচ দেশবাসী দেখেছে কীভাবে তারা আন্দোলন দমন করেছেন।

নিউজটি শেয়ার করুন

দীপু মনি, ইনু ও মেননের ৪ দিনের রিমান্ড

আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে পিটিশন জমা দেন। তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে তাদের চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার ১৬টি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীর অভিযোগ, আওয়ামী লীগের নেতদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন এবং আন্দোলন দমনে ভূমিকা ছিল না। অথচ দেশবাসী দেখেছে কীভাবে তারা আন্দোলন দমন করেছেন।