রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাড়ির নিরাপত্তা কর্মীর ৭ বছরের মেয়েকে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। আরবি পড়াতে গিয়ে বাসার ওয়াশরুমের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করেন জাহিদুল। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলায় দায়ের করা হয়।
রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’