লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে হামজা

- আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে আলোচনায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফাহমিদকে না রাখার কারণ আবারও ব্যাখ্যা করতে হয়েছে কোচ হাভিয়ের ক্যাবরেরাকে। এদিকে হামজার সংযুক্তি দলের শক্তি দ্বিগুণ করবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ভারত ম্যাচের আগে কোনো চাপ নয়, বরং লাল-সবুজ জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী।
ভারত ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তবে স্বল্প সময়ের মধ্যে জামাল, রহমত মিয়া, তপু বর্মনদের সঙ্গে যে বেশ মানিয়ে নিয়েছেন তা এই ছবি দেখে ভালোই বোঝা যাচ্ছে। ফটোসেশনে খোশগল্পে মেতে উঠেছেন হামজা চৌধুরী।
এক ফ্রেমে বন্দি হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে দুই শিষ্য জামাল এবং হামজা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে জানালেন নিজেদের ভাবনার কথা।
দল দেশে আসার পর থেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে প্রশ্ন ছুড়া হয় কোচের দিকে। কোচের কথাও পরিষ্কার, জাতীয় দলের জন্য এখনো প্রস্তুত নয় বলে এই ম্যাচে সুযোগ দেয়া হবে না ফাহমিদুলকে। গুরুর সঙ্গে অধিনায়কও একই সুরে তাল মিলিয়েছেন
জামাল বলেন, ‘একটা খেলোয়াড় ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে, কিন্তু কোচ যেমনটি বলেছেন যে সে ভালো প্র্যাকটিস করেছে তবে ম্যাচ খেলার জন্য এখনো প্রস্তুত নয়। সে অনুযায়ী কোচের সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা করা উচিত।’
এদিকে, ভারত ম্যাচের আগে কোনো চাপ নয়, বরং বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে চড়াতে উন্মুখ হয়ে আছেন হামজা।
হামজা বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমি চাপ অনুভব করছি না। দলের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’
সংবাদ সম্মেলনে অসংখ্য প্রশ্নের সম্মুখীন করেও মঞ্চ ছাড়ার সুযোগ হয়নি জাতীয় দলের অন্যতম ফুটবলার হামজার। বাফুফের আয়োজনে দেশের ক্ষুদে ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টের জার্সি উন্মোচনে প্রাণোচ্ছল এক হামজাকে দেখা যায়।