রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে মৃত্যু হয়েছে ওই কিশোরের।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে এদিন দুপুরে। স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিলো না। পরে হাসপাতালে নেয়া হলে ধর্ষণের বিষয়টি জানায় ওই শিশু।
পরে রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর গণপিটুনির মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই অভিযুক্ত কিশোরের মৃত্যু হয়। অভিযুক্ত কিশোরের বয়স আনুমানিক ১৬-১৭ বছর পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
অভিযুক্ত কিশোরকে মারধরের সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও ভাংচুর চালায়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।