সালমান এফ রহমানের বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

- আপডেট সময় : ১০:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে যুক্তরাষ্ট্রে ৯ ফ্ল্যাটসহ অবৈধ সম্পদের প্রমাণ মেলায় সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারির অন্যতম হোতা শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গেল কয়েকমাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করায় বেরিয়ে আসছে থলের বিড়াল।
দুদকের তথ্য বলছে, ২০১৫ সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে শায়ান এফ রহমানকে বানান সহ-সভাপতি। বাবা-ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে, সেসব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করতো বেক্সিমকো গ্র“পে। এভাবে কাগুজে প্রতিষ্ঠানের নামে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে, অন্তত ১৪টি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাত করেছেন ৭ হাজার ১২৯ কোটি টাকা।
এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ্ মো. মঈন উদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরীসহ ৪জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে বৃহস্পতিবার ব্যাংকের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাটসহ ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৯৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।
এছাড়া ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্র“প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১ হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের মামলায় ২০ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।