ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হুথির প্রত্যাঘাত, লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনে প্রত্যাঘাত শুরু করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে আমেরিকার জাহাজে তারা হামলা চালিয়েছে বলে দাবি। যদিও আমেরিকা এই দাবি অস্বীকার করেছে। হুথিদের বক্তব্য, তারা আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করেছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইয়েমেনে হামলা না থামানো হলে মার্কিন জাহাজগুলিতেও একইভাবে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। হুথির নেতা আব্দুল মালিক আল-হুথি রবিবার জানিয়েছেন, লোহিত সাগরে এবার তাঁদের নিশানা আমেরিকার বাণিজ্যতরীগুলি। তাঁর কথায়, ‘ওরা যদি আগ্রাসন চালিয়ে যায়, আমরাও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেব।’

অন্যদিকে আমেরিকার হামলায় ইয়েমেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। মার্কিন সংবাদ সংস্থা জানিয়েছে, এখনই হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই আমেরিকার। কয়েক সপ্তাহ ধরে তা চলতে পারে। হুথিদের তরফে আমেরিকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে ইয়েমেন এবং পশ্চিম এশিয়া নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে রাশিয়াও। রবিবার ভোরে ইয়েমেনে আমেরিকার হামলার খবর প্রথম প্রকাশ্যে আসে। তাতে মহিলা এবং শিশু-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইয়েমেনের হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার পর্যন্ত মার্কিন হামলায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ শিশুও রয়েছে। অন্য দিকে আমেরিকাও জানিয়ে দিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যতরী আক্রমণ না-থামালে হুথিদের উপর আক্রমণও থামবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, হুথিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে। হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেছিলেন, ‘এবার থামার সময় এসেছে। না হলে তোমাদের উপর নরক বর্ষণ হবে।’ ইরানকেও এই গোষ্ঠীকে সমর্থন না করার বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্প।

হুথিদের প্রত্যাঘাতের দাবি উড়িয়ে আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার মার্কিন বিমান থেকে গুলি করে হুথিদের মোট ১১টি ড্রোন নামানো হয়েছে। তার কোনওটাই ট্রুম্যান নামক জাহাজের কাছাকাছি যায়নি। হুথিদের দিক থেকে কোনও প্রচেষ্টা এখনও পর্যন্ত আমেরিকার উদ্বেগের কারণ হয়নি বলে দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

হুথির প্রত্যাঘাত, লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা

আপডেট সময় : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ইয়েমেনে প্রত্যাঘাত শুরু করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। লোহিত সাগরে আমেরিকার জাহাজে তারা হামলা চালিয়েছে বলে দাবি। যদিও আমেরিকা এই দাবি অস্বীকার করেছে। হুথিদের বক্তব্য, তারা আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করেছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইয়েমেনে হামলা না থামানো হলে মার্কিন জাহাজগুলিতেও একইভাবে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। হুথির নেতা আব্দুল মালিক আল-হুথি রবিবার জানিয়েছেন, লোহিত সাগরে এবার তাঁদের নিশানা আমেরিকার বাণিজ্যতরীগুলি। তাঁর কথায়, ‘ওরা যদি আগ্রাসন চালিয়ে যায়, আমরাও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেব।’

অন্যদিকে আমেরিকার হামলায় ইয়েমেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। মার্কিন সংবাদ সংস্থা জানিয়েছে, এখনই হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই আমেরিকার। কয়েক সপ্তাহ ধরে তা চলতে পারে। হুথিদের তরফে আমেরিকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে ইয়েমেন এবং পশ্চিম এশিয়া নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে রাশিয়াও। রবিবার ভোরে ইয়েমেনে আমেরিকার হামলার খবর প্রথম প্রকাশ্যে আসে। তাতে মহিলা এবং শিশু-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইয়েমেনের হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার পর্যন্ত মার্কিন হামলায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ শিশুও রয়েছে। অন্য দিকে আমেরিকাও জানিয়ে দিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যতরী আক্রমণ না-থামালে হুথিদের উপর আক্রমণও থামবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, হুথিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে। হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেছিলেন, ‘এবার থামার সময় এসেছে। না হলে তোমাদের উপর নরক বর্ষণ হবে।’ ইরানকেও এই গোষ্ঠীকে সমর্থন না করার বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্প।

হুথিদের প্রত্যাঘাতের দাবি উড়িয়ে আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার মার্কিন বিমান থেকে গুলি করে হুথিদের মোট ১১টি ড্রোন নামানো হয়েছে। তার কোনওটাই ট্রুম্যান নামক জাহাজের কাছাকাছি যায়নি। হুথিদের দিক থেকে কোনও প্রচেষ্টা এখনও পর্যন্ত আমেরিকার উদ্বেগের কারণ হয়নি বলে দাবি করেছেন তিনি।