পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ২ মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প

- আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুটি সূত্র ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পরমাণু চুক্তি করতে ইরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। তবে কবে থেকে এই সময় শুরু হবে, তা জানা যায়নি।
চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমাণ পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় নেওয়া যাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহের শুরুতে জানান, চিঠিটি এখনও পর্যালোচনা করা হচ্ছে।
২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
তবে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এরপর জো বাইডেন ক্ষমতায় এলে পুরোনো ওই চুক্তিতে ফেরার কথা বলেন তিনি। এ লক্ষ্যে বিশ্বশক্তিগুলো বিভিন্ন সময় আলোচনা করলেও তা সফল হয়নি।