ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরবেন অনেক মানুষ। বিশেষ করে কাজের জন্য ঢাকায় অবস্থানকারী লাখো মানুষ নিজেদের পরিবারের কাছে, পৈতৃক ভিটায় বা নিজ জেলায় ফিরবে। ঈদের এখনও ১০ দিনের মতো বাকি থাকলেও মানুষ জানতে চায়, ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া।

এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়। এ বছর বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বছরের উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে।

স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক’দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে? কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে যাত্রাপথে ঘরমুখো মানুষ ভোগান্তির মাঝে পড়বে। আবার ঈদের দিন বৃষ্টি হলে ঈদের নামাজ পড়তে গিয়ে বা ঘুরতে গেলে বিপাকে পড়তে হবে।

আজ ২০শে মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে। বলা হচ্ছে, এসব বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া লম্বা সময় ধরে অব্যাহত থাকবে না। বরং, আগামী ২২ বা ২৩ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই ‘হালকা বৃষ্টিপাত’ থাকবে এবং এরপর কমে আসবে।

এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি আজ বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেছেন, “সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আজ ঢাকায়ও বৃষ্টি হতে পারে।”

কালবৈশাখীর মতো হঠাৎ গরমের পর বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলছেন, ২৩শে মার্চের পর থেকে গরম পড়বে। “কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে” জানিতে তিনি বলেন, এসময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে।

আর যে’দিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। তিনি জানান, “কালবৈশাখীর চরিত্রই এমন। এসময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।”

কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, “কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।”

এদিকে, আবহাওয়া অফিস সকাল ৯টায় যে পূর্বাভাস দিয়েছে, তাতেও বলা আছে আছে আগামী দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে ২৩ তারিখ থেকে তা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরের রাজারহাটে, ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এখানে উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসাথে, তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া?

আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরবেন অনেক মানুষ। বিশেষ করে কাজের জন্য ঢাকায় অবস্থানকারী লাখো মানুষ নিজেদের পরিবারের কাছে, পৈতৃক ভিটায় বা নিজ জেলায় ফিরবে। ঈদের এখনও ১০ দিনের মতো বাকি থাকলেও মানুষ জানতে চায়, ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া।

এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়। এ বছর বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বছরের উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে।

স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক’দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে? কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে যাত্রাপথে ঘরমুখো মানুষ ভোগান্তির মাঝে পড়বে। আবার ঈদের দিন বৃষ্টি হলে ঈদের নামাজ পড়তে গিয়ে বা ঘুরতে গেলে বিপাকে পড়তে হবে।

আজ ২০শে মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে। বলা হচ্ছে, এসব বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া লম্বা সময় ধরে অব্যাহত থাকবে না। বরং, আগামী ২২ বা ২৩ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই ‘হালকা বৃষ্টিপাত’ থাকবে এবং এরপর কমে আসবে।

এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি আজ বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেছেন, “সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আজ ঢাকায়ও বৃষ্টি হতে পারে।”

কালবৈশাখীর মতো হঠাৎ গরমের পর বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলছেন, ২৩শে মার্চের পর থেকে গরম পড়বে। “কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে” জানিতে তিনি বলেন, এসময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে।

আর যে’দিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। তিনি জানান, “কালবৈশাখীর চরিত্রই এমন। এসময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।”

কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, “কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।”

এদিকে, আবহাওয়া অফিস সকাল ৯টায় যে পূর্বাভাস দিয়েছে, তাতেও বলা আছে আছে আগামী দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে ২৩ তারিখ থেকে তা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরের রাজারহাটে, ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এখানে উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসাথে, তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।