ঈশ্বরদীতে সড়কে ঝরলো শিশুসহ ৫ প্রাণ

- আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার কিছু পরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুরে বাস এবং ইঞ্জিন চালিতসিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ চার জন এবং অপর দুর্ঘটনায় উপজেলার ভবানীপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন বিকেলে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে আসা ভোলকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল ৫টার কিছু পরে উপজেলার মুলাদলি ইউনিয়নের বহরপুর এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় সিএনজির চালক এবং সকল যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে উদ্ধার কাজ শুরু হওয়ার আগেই তিনজন এবং পরে হাসপাতালে একজনসহ মোট ৪ জন নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।
এদিকে একই সময় ঈশ্বরদী উপজেলার ভবানীপুর এলাকায দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।