জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই, দাবি আলী রীয়াজের

- আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

আগে সংস্কার নাকি নির্বাচন সেই প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে দাবি করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের ওপর রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা-এই প্রশ্নের জবাবে কমিশন সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সুপারিশ তুলে ধরা। সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।’
উল্লেখ্য, দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাথে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন ও এর কার্যক্রম শুরু হয়। সংস্কার নিয়ে এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। তবে এখনো মতামত জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপিসহ আরও ২৩টি দল।