ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি হচ্ছে ৭ বছর জেল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘কেবিনেট নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন অ্যাপ্রুভ করেছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ প্রতারণা করলে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে।’

সংশোধিত আইন বিষয়ে তিনি বলেন, ‘এতে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। নতুন দুইটা ডিএনএ ল্যাব করতে যাচ্ছে।’

এ সময় প্রেস সচিব জানান, আগামী ৩ এপ্রিল প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে ৩ পার্বত্য জেলায় ছুটি থাকবে।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং সেটা ঢাকা থেকে হবে।’

কেবিনেটে জানানো হয়, বিভিন্ন সেক্টরে সরকারি পদ খালি আছে ১ লাখ ৭২ হাজারটি।

প্রেস সচিব বলেন, ‘চীন আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। চীনা রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি হচ্ছে ৭ বছর জেল

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘কেবিনেট নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন অ্যাপ্রুভ করেছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ প্রতারণা করলে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে।’

সংশোধিত আইন বিষয়ে তিনি বলেন, ‘এতে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। নতুন দুইটা ডিএনএ ল্যাব করতে যাচ্ছে।’

এ সময় প্রেস সচিব জানান, আগামী ৩ এপ্রিল প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে ৩ পার্বত্য জেলায় ছুটি থাকবে।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং সেটা ঢাকা থেকে হবে।’

কেবিনেটে জানানো হয়, বিভিন্ন সেক্টরে সরকারি পদ খালি আছে ১ লাখ ৭২ হাজারটি।

প্রেস সচিব বলেন, ‘চীন আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। চীনা রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন।’