সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩৭৮ বার পড়া হয়েছে

ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনৈতিকভাবে সেন্সরশিপের ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলেছেন বিলিওনিয়ার ইলন মাস্ক। নয়াদিল্লির বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন শীর্ষ এই কোটিপতি।
তার অভিযোগ, ভারত অনলাইন থেকে কনটেন্ট সরিয়ে নেয়ার ক্ষমতা রাখে, সরকারি অনেক কর্মকর্তাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে নির্দেশনা বাস্তবায়নের।
ভারতে টেসলা আর স্টারলিঙ্কের কার্যক্রম শুরুর সন্ধিলগ্নে এমন অভিযোগ তুলেছেন মাস্ক।
গেল ৫ মার্চ দায়ের করা মামলায় বলা হয়, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোকে সরকারি ওয়েবসাইট ব্যবহার করে কনটেন্ট ব্লকের নির্দেশনা দিয়েছে।