আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।
আজ শুক্রবার (২১ মার্চ) বেলা ১টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আসিফ মাহমুদ।
তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? আরও বলেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।
এর আগে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই। তিনিও এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।