যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি হামলার পর এবার তার জবাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার হামাসের দাবি, তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম বিগ্রেড এই ঘোষণা দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, তেল আবিবে ছোড়া রকেট হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেটগুলো হয় বাধাগ্রস্ত হয়েছে অথবা খোলা জায়গায় পড়েছে। তবে ইসরায়েলের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পরও এই পাল্টা হামলা হামাসের শক্তিমত্তার জানান দিচ্ছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম বিগ্রেড দাবি করে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তারা তেল আবিবের দিকে এম৯০-টাইপের রকেট হামলা চালিয়েছে। হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলও। তারা জানায়, এসব রকেট গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েল দাবি করছে, তাদের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের একটিকে বাধাগ্রস্ত করেছে, অন্য দুটি খোলা জায়গায় আঘাত করে। এর আগে ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম জানায়, রকেট হামলার জেরে আগে থেকেই সাইরেন বাজাতে শুরু করে কর্তৃপক্ষ। ইসরায়েলের মধ্যাঞ্চলে এই হামলার সাইরেন বাজানো হয়।
এখন পর্যন্ত এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি ইসরায়েলের।
এর আগে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত মঙ্গলবার গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ৯ শতাধিক।