ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার ঘটনায় বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিক্ষোভকারীরা একরেমের গ্রেপ্তারের ঘটনাকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে ইস্তানবুল ও আঙ্কারার বিভিন্ন জায়গায়। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিরোধীদের অভিযোগ, ইস্তানবুলের মেয়র গ্রেপ্তারের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জড়িত। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে ভাবার সময় নেই তার।

এর আগে, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসী সংগঠন চালানো ও টেন্ডারবাজির অভিযোগে একরেমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ স্টেশনে যাওয়ার আগে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন একরেম। বলেন, চাপের মুখেও সরে দাঁড়াবেন না।

কয়েকদিনের মধ্যেই তাঁর নাম ঘোষণা করা হতো রিপাবলিকান পিপলস পার্টির আনুষ্ঠানিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। তুরস্কের এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত একরেম ইমামোগলু।

নিউজটি শেয়ার করুন

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক

আপডেট সময় : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার ঘটনায় বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিক্ষোভকারীরা একরেমের গ্রেপ্তারের ঘটনাকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে ইস্তানবুল ও আঙ্কারার বিভিন্ন জায়গায়। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিরোধীদের অভিযোগ, ইস্তানবুলের মেয়র গ্রেপ্তারের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জড়িত। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে ভাবার সময় নেই তার।

এর আগে, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসী সংগঠন চালানো ও টেন্ডারবাজির অভিযোগে একরেমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ স্টেশনে যাওয়ার আগে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন একরেম। বলেন, চাপের মুখেও সরে দাঁড়াবেন না।

কয়েকদিনের মধ্যেই তাঁর নাম ঘোষণা করা হতো রিপাবলিকান পিপলস পার্টির আনুষ্ঠানিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। তুরস্কের এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত একরেম ইমামোগলু।