ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুষ্টু কোকিলের সুরে মঞ্চে ঝড় তুললেন শুভশ্রী!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে একাধিক অনবদ্য মুহূর্তের সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে অন্যতম মিমির হাত ধরে শুভশ্রীর নাচ, তাঁদের একসঙ্গে মঞ্চ ভাগ করা এবং অবশ্যই মিমির ছবির ভাইরাল গান দুষ্টু কোকিলের সুরে শুভশ্রীর নাচ। এদিন এই অনুষ্ঠানের আরও একটি ভিডিয়ো ভাইরাল হল। কী দেখা গেল সেখানে?

এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কালো পোশাক পরে মঞ্চে তুফান ছবির ভাইরাল গান দুষ্টু কোকিলের সুরে নাচছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর দর্শকাশনে প্রথম সারিতেই বসে আছেন এই ছবির নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুভশ্রীর নাচ দেখে নিজেও ওখানে বসেই হুকস্টেপ করতে শুরু করে দেন। তারপরই হাততালি দিয়ে শুভশ্রীকে চিয়ার করতে থাকেন।

এদিন মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো স্যুটে। তাঁর অন্য পাশে বসেছিলেন দেবলীনা দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়।

প্রসঙ্গত কিছুদিন আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই তাঁর এই দুষ্টু কোকিল গানের রিহার্সালের মুহূর্ত প্রকাশ্যে এনেছিলেন। সেখানে দেখা গিয়েছে মঞ্চে সহ-পারফরমারদের সঙ্গে নাচছেন অভিনেত্রী। আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনিকে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল তাঁদের ছেলে ইউভানও। মায়ের নাচ দুই সন্তান মুগ্ধ চোখে দেখে। শুধু তাই নয়, এদিন রিহার্সালের ফাঁকে যে সন্তানদের সঙ্গে সময়ও কাটিয়েছেন সেই মুহূর্তও তুলে ধরেন শুভশ্রী।

অন্যদিকে ফিল্মফেয়ারের মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মিমি চক্রবর্তীর হাত ধরে নাচতে দেখা গিয়েছে। এমনকি এক মঞ্চে দাঁড়িয়ে শুভশ্রীর কথা ফাঁস করে দেন মিমি, জানান বাংলার প্রথম জিরো ফিগার সুন্দরী হতে কত সাধনা করেছেন রাজ-পত্নী। বলেন, ‘আমার মনে আছে, থালায় অনেক খাবার সাজানো। আমরা যখন সকলে খাচ্ছি, তখন শুভশ্রীকে জিজ্ঞেস করলাম, কী তুমি খাবে না? ও বলল না।’

নিউজটি শেয়ার করুন

দুষ্টু কোকিলের সুরে মঞ্চে ঝড় তুললেন শুভশ্রী!

আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে একাধিক অনবদ্য মুহূর্তের সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে অন্যতম মিমির হাত ধরে শুভশ্রীর নাচ, তাঁদের একসঙ্গে মঞ্চ ভাগ করা এবং অবশ্যই মিমির ছবির ভাইরাল গান দুষ্টু কোকিলের সুরে শুভশ্রীর নাচ। এদিন এই অনুষ্ঠানের আরও একটি ভিডিয়ো ভাইরাল হল। কী দেখা গেল সেখানে?

এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কালো পোশাক পরে মঞ্চে তুফান ছবির ভাইরাল গান দুষ্টু কোকিলের সুরে নাচছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর দর্শকাশনে প্রথম সারিতেই বসে আছেন এই ছবির নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুভশ্রীর নাচ দেখে নিজেও ওখানে বসেই হুকস্টেপ করতে শুরু করে দেন। তারপরই হাততালি দিয়ে শুভশ্রীকে চিয়ার করতে থাকেন।

এদিন মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো স্যুটে। তাঁর অন্য পাশে বসেছিলেন দেবলীনা দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়।

প্রসঙ্গত কিছুদিন আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই তাঁর এই দুষ্টু কোকিল গানের রিহার্সালের মুহূর্ত প্রকাশ্যে এনেছিলেন। সেখানে দেখা গিয়েছে মঞ্চে সহ-পারফরমারদের সঙ্গে নাচছেন অভিনেত্রী। আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনিকে নিয়ে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল তাঁদের ছেলে ইউভানও। মায়ের নাচ দুই সন্তান মুগ্ধ চোখে দেখে। শুধু তাই নয়, এদিন রিহার্সালের ফাঁকে যে সন্তানদের সঙ্গে সময়ও কাটিয়েছেন সেই মুহূর্তও তুলে ধরেন শুভশ্রী।

অন্যদিকে ফিল্মফেয়ারের মঞ্চে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মিমি চক্রবর্তীর হাত ধরে নাচতে দেখা গিয়েছে। এমনকি এক মঞ্চে দাঁড়িয়ে শুভশ্রীর কথা ফাঁস করে দেন মিমি, জানান বাংলার প্রথম জিরো ফিগার সুন্দরী হতে কত সাধনা করেছেন রাজ-পত্নী। বলেন, ‘আমার মনে আছে, থালায় অনেক খাবার সাজানো। আমরা যখন সকলে খাচ্ছি, তখন শুভশ্রীকে জিজ্ঞেস করলাম, কী তুমি খাবে না? ও বলল না।’