নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে

অকল্যান্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
সফররতদের হয়ে শতক হাঁকিয়েছেন ওপেনার হাসান নাওয়াজ। তার ৪৫ বলে ১০৫ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ৭টি ছয়ের মার।
তাকে সঙ্গ দেয়া অধিনায়ক সালমান আগা হাঁকিয়েছেন ফিফটি। ৩১ বলে ৫১ রান করে নওয়াজের সাথে অপরাজিত থাকেন এই ব্যাটার।
তার আগে ওপেনিংয়ে নামা হারিস ২০ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন।