নির্বাচন না দিলে কোনো সংস্কার টেকসই হবে না: তারেক রহমান

- আপডেট সময় : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩৩৪ বার পড়া হয়েছে

বিগত দেড় দশকে তরুণরা ভোট দিতে পারেনি। তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না দিলে কোনো সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (শুক্রবার, ২১ মার্চ) সন্ধ্যায় ইস্কাটনে বিএনপি আয়োজিত পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘সংস্কার কখনো শেষ হয় না এটি চলমান প্রক্রিয়া। যারা বলছে সংস্কার শেষে নির্বাচনের কথা তারা রাজনৈতিক চক্রান্ত করছে।’
ইফতার মাহফিলে যোগ দেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সংস্কার চলমান প্রক্রিয়া। যে সংস্কার শেষ হয়ে যায় সেটা কোনো সংস্কার নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারাদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলেও মন্তব্য করেন তিনি।’
এসময় অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘সংস্কার এবং নির্বাচন যেভাবে মুখোমুখি করা হয়েছে, এটা নিসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারবাহিক প্রক্রিয়া।’
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার ও এগিয়ে যাওয়ার পথে আবেগের মধ্যে কোন সিদ্ধান্ত নয়, বরং বাস্তববাদী হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।’