ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ককে অবহিত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই পরিকল্পনা মাস্কের কাছে তুলে ধরা হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকেরা বলছেন, কড়া নিরাপত্তায় সুরক্ষিত সামরিক পরিকল্পনায় প্রবেশাধিকার পেলে ট্রাম্পের একজন উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকা আরও বাড়বে। মার্কিন এই বিলিয়নিয়ার এরইমধ্যে সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এটি মাস্কের জন্য স্বার্থের দ্বন্দ্বও। কারণ টেসলা এবং স্পেসএক্স উভয়ের প্রধান হিসেবে চীন এবং পেন্টাগনের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ রয়েছে।

হোয়াইট হাউস আগেই জানিয়েছে যে, ব্যবসায়িক লেনদেন এবং ফেডারেল সরকারের ব্যয় কমানোর ক্ষেত্রে মাস্কের ভূমিকার মধ্যে কোনো স্বার্থের দ্বন্দ্ব দেখা দিলে তিনি নিজেকে সরিয়ে নেবেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনের যুদ্ধ পরিকল্পনার ব্রিফিংয়ে প্রায় ২০ থেকে ৩০টি স্লাইড রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এই ধরনের সংঘাতের বিরুদ্ধে লড়াই করবে তার বর্ণনা রয়েছে স্লাইডগুলোতে।

পেন্টাগনও জানিয়েছে, মাস্ক শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরে যাবেন। তবে সেখানে তিনি কি করবেন তার বিস্তারিত জানায়নি।

পেন্টাগনের একজনন মুখপাত্র বলেন, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার পেন্টাগনে ইলন মাস্ককে স্বাগত জানাতে মুখিয়ে আছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আমন্ত্রণে আসবেন।

বাণিজ্য শুল্ক এবং সাইবার নিরাপত্তা থেকে শুরু করে টিকটক, তাইওয়ান, হংকং, মানবাধিকার এবং কোভিড-১৯ এর উৎপত্তি ইত্যাদি বিষয় নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে।

নিউজটি শেয়ার করুন

চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার

আপডেট সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ককে অবহিত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই পরিকল্পনা মাস্কের কাছে তুলে ধরা হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকেরা বলছেন, কড়া নিরাপত্তায় সুরক্ষিত সামরিক পরিকল্পনায় প্রবেশাধিকার পেলে ট্রাম্পের একজন উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকা আরও বাড়বে। মার্কিন এই বিলিয়নিয়ার এরইমধ্যে সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এটি মাস্কের জন্য স্বার্থের দ্বন্দ্বও। কারণ টেসলা এবং স্পেসএক্স উভয়ের প্রধান হিসেবে চীন এবং পেন্টাগনের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ রয়েছে।

হোয়াইট হাউস আগেই জানিয়েছে যে, ব্যবসায়িক লেনদেন এবং ফেডারেল সরকারের ব্যয় কমানোর ক্ষেত্রে মাস্কের ভূমিকার মধ্যে কোনো স্বার্থের দ্বন্দ্ব দেখা দিলে তিনি নিজেকে সরিয়ে নেবেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনের যুদ্ধ পরিকল্পনার ব্রিফিংয়ে প্রায় ২০ থেকে ৩০টি স্লাইড রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এই ধরনের সংঘাতের বিরুদ্ধে লড়াই করবে তার বর্ণনা রয়েছে স্লাইডগুলোতে।

পেন্টাগনও জানিয়েছে, মাস্ক শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরে যাবেন। তবে সেখানে তিনি কি করবেন তার বিস্তারিত জানায়নি।

পেন্টাগনের একজনন মুখপাত্র বলেন, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার পেন্টাগনে ইলন মাস্ককে স্বাগত জানাতে মুখিয়ে আছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আমন্ত্রণে আসবেন।

বাণিজ্য শুল্ক এবং সাইবার নিরাপত্তা থেকে শুরু করে টিকটক, তাইওয়ান, হংকং, মানবাধিকার এবং কোভিড-১৯ এর উৎপত্তি ইত্যাদি বিষয় নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে।