উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা

- আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ (শনিবার, ২২ মার্চ) সকালে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার (২৬ মার্চ) ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরের বিশ্বকাপ।
উরুগুয়ের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ বেশ কয়েকজনের অনুপস্থিতিকে কাজে লাগায় তারা।
তবে গোলের জন্য প্রথম শট নেয় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে চেষ্টা করলেও শট লক্ষ্যে রাখতে পারেননি পারেদেস। আট মিনিট পর এনজো ফার্নান্দেসের দুর্বল বাঁকানো শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোচেত।
সফরকারীদের জমাটরক্ষণে একের পর এক আক্রমণ ব্যর্থ হলে ৩৩তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন উরুগুয়ে মিডফিল্ডার আরাকায়েস্তা। এমিলিয়ানো মার্তিনেস ঝাঁপিয়ে পড়ে গোল বঞ্চিত করেন স্বাগতিকদের।
৬৮ মিনিটে আলভারেসের কাটব্যাকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন আলমাদা। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি উরুগুয়ে গোলরক্ষক। বাকি সময়ে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ৯৫ মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
১৩ ম্যাচে নয়টি জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইকুয়েডর।
২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। টেবিলের সপ্তম স্থানে থাকা বলিভিয়া পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা।