ঐশ্বর্যর ফোন এলেই চাপে পড়ে যান অভিষেক!

- আপডেট সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

মাঝে রটে গিয়েছিল যে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে অল ইজ নট গুড। তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। আলাদা থাকছেন। সঙ্গেও এও কানাঘুষোয় শোনা যায় জুনিয়র বচ্চন নাকি অন্য কাউকে মন দিয়েছেন, আর সেই অন্য কেউ হলেন নিমরত কৌর। কিন্তু সেসব জল্পনাকে মুছে ফেলে ফের একফ্রেমে ধরা দিয়েছেন রাই সুন্দরী এবং অভিষেক। কিন্তু একি! তার মাঝেই অভিনেতা কেন বললেন স্ত্রীর থেকে ফোন এলেই তিনি চাপে পড়ে যান?
অভিষেক বচ্চন সম্প্রতি শো-শা রিল অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন আই ওয়ান্ট টু টক ছবিটির জন্য। আর এদিনই অর্জুন কাপুরের সঙ্গে তাঁর মজার একটি কথপোকথন নজর কেড়েছে সবার। এখানেই জুনিয়র বচ্চন অর্জুনকে বিয়ে নিয়ে টিপস দেন। শুধু তাই নয়, তিনি জানান যে ঐশ্বর্যর থেকে তিনি ফোন পেলেই ভয় পেয়ে যান। চাপে পড়েন। কিন্তু কেন এমনটা হয়?
এদিন এই অ্যাওয়ার্ডের মঞ্চে অর্জুন কাপুর অভিষেককে জিজ্ঞেস করেন যে কে সেই ব্যক্তি যিনি অভিষেককে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বললেই অভিনেতা চাপে পড়ে যান? জবাবে অভিনেতা বলেন, ‘তোমার এখনও বিয়ে হয়নি না? যখন হবে তখন তুমি এটার উত্তর পেয়ে যাবে।’ অভিষেকের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। বলাই বাহুল্য অভিনেতা যে এদিন তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন।
তিনি এদিন এই বিষয়ে ব্যাখ্যা করে আরও বলেন, ‘যখন তুমি তোমার স্ত্রীর থেকে ফোন পাবে আর তাঁকে বলতে শুনবে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তখনই বুঝে যেও যে তুমি বিপদে পড়েছ।’
এদিন সেরা অভিনেতার পুরস্কার নিয়েই অভিষেক বচ্চন বলেন, ‘ এটা আমার প্রথম সেরা অভিনেতার পুরস্কার। আমি সম্মানীয় জুরিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচন করেছেন বলে। কিন্তু এই ছবিতে আমার গোটা পারফরমেন্সের ক্রেডিট সুজিত সরকারের (পরিচালক)। উনি এই দুর্দান্ত ছবিটি বানিয়েছেন।’