ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কেন্দ্রীয় ব্যাংকের দখল নিলো সুদানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদানের প্রেসিডেন্ট ভবন দখল নেওয়ার পর এবার দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। আজ শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, আমাদের বাহিনী আরও সাফল্য অর্জন করেছে। এ সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে বলেও জানা গেছে।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

এদিকে সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। যদিও উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিলো। যদিও সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সেনাবাহিনী দেশটির একের পর এক এলাকা পুনর্দখলে নেয়।

নিউজটি শেয়ার করুন

কেন্দ্রীয় ব্যাংকের দখল নিলো সুদানের সেনাবাহিনী

আপডেট সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

সুদানের প্রেসিডেন্ট ভবন দখল নেওয়ার পর এবার দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। আজ শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, আমাদের বাহিনী আরও সাফল্য অর্জন করেছে। এ সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে বলেও জানা গেছে।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

এদিকে সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। যদিও উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্যালেস ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিলো। যদিও সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সেনাবাহিনী দেশটির একের পর এক এলাকা পুনর্দখলে নেয়।