ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোনো বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা মেনে নেব না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের কোন ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা আমরা মেনে নেব না।’

আজ (শনিবার, ২২ মার্চ) জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ এর কারণে বাংলাদেশে নতুন করে আর কখনো তা পুনরাবৃত্তি করতে দেয়া হবে না।’

নাহিদ বলেন, ‘কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা আমরা মেনে নেব না। আমরা বিভিন্ন সময় দেখেছি, রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনো গণতন্ত্রের জন্য ভালো হয় নি। ফলে আমরা মনে করি, একটি গণঅভ্যুত্থান হয়েছে যেখানে জনগণ জেগে উঠেছে এবং জনগণ নিজের সিদ্ধান-নিজের মালিকানা নিজে বুঝে নিতে চায়।’

তিনি বলেন, ‘জনগণের সেই অধিকার সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে। তার জন্য এই গণঅভ্যুত্থান এবং এই নতুন বাংলাদেশ। আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়।’

জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে এই মাটিতেই বলে জানান নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

কোনো বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা মেনে নেব না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগের কোন ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা আমরা মেনে নেব না।’

আজ (শনিবার, ২২ মার্চ) জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ এর কারণে বাংলাদেশে নতুন করে আর কখনো তা পুনরাবৃত্তি করতে দেয়া হবে না।’

নাহিদ বলেন, ‘কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা আমরা মেনে নেব না। আমরা বিভিন্ন সময় দেখেছি, রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনো গণতন্ত্রের জন্য ভালো হয় নি। ফলে আমরা মনে করি, একটি গণঅভ্যুত্থান হয়েছে যেখানে জনগণ জেগে উঠেছে এবং জনগণ নিজের সিদ্ধান-নিজের মালিকানা নিজে বুঝে নিতে চায়।’

তিনি বলেন, ‘জনগণের সেই অধিকার সেই মালিকানা ফিরিয়ে দিতে হবে। তার জন্য এই গণঅভ্যুত্থান এবং এই নতুন বাংলাদেশ। আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়।’

জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে এই মাটিতেই বলে জানান নাহিদ ইসলাম।