গোয়েন্দাপ্রধানকে বরখাস্তের আদেশ আটকে দিলেন সুপ্রিম কোর্ট

- আপডেট সময় : ০৬:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন প্রথানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সেই আদেশ আটকে দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্টের একজন বিচারক নেতানিয়াহু সরকারের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এ বিষয়ে শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালতের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আগামী ৮ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার রোনেন বারকে বরখাস্তের ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁকে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার ব্যাপারে তিনি আগেভাগে আঁচ করতে পারেননি।
মন্ত্রাসভার সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর দায়িত্বের শেষ দিন হবে আগামী ৮ এপ্রিল।
এরপর ইসরায়েলের বিরোধী রাজনীতিকসহ কয়েকটি গোষ্ঠী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশের ওপর নিষেধাজ্ঞা দেন।
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ–মিয়ারা বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই নতুন নিরাপত্তাপ্রধানের নাম ঘোষণা করতে পারবেন না।’
২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে রোনেন বারকে নিযুক্ত করা হয়েছিল।