ব্রাজিল ম্যাচের আগে ফের দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

- আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সুপার ক্লাসিকো মহারণের আগে প্রতিপক্ষ শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনার জন্য লড়াই আরও কঠিন হয়ে উঠেছে ভাগ্যের সঙ্গেও! ইনজুরির ধাক্কায় এমনিতেই দলের প্রধান তিন তারকা লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাওলো দিবালা ছিটকে গেছেন। তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার ঠিক আগে নতুন এক ঝড় বইয়ে দিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্ত।
শনিবার (২২ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মাঠে দুর্দান্ত এক জয় তুলে নেয় আর্জেন্টিনা। মেসি-মার্তিনেজদের অনুপস্থিতির দিনে তারকাবিহীন দল নিয়েও লিওনেল স্ক্যালোনির শিষ্যরা প্রতিপক্ষকে হারিয়ে দেয় ১-০ ব্যবধানে। বল পায়ে জাদু দেখিয়েছেন ২৩ বছরের মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ৬৮ মিনিটে জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনির শটে তিনি পরাস্ত করেন উরুগুয়ের গোলরক্ষককে। তাতে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কিন্তু এই স্বস্তির জয়েও ছিল এক বড় আক্ষেপ। ম্যাচের যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে আকাশে ভাসমান বল পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজের মুখে আঘাত করে বসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। রেফারি বিন্দুমাত্র দেরি না করেই তাকে সরাসরি লাল কার্ড দেখান। যদিও নান্দেজের সঙ্গে গুরুতর কিছু ঘটেনি। তবে সরাসরি লাল কার্ড দেখায় ব্রাজিলের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।
মেসি, লাউতারো, দিবালাদের অনুপস্থিতিতে আক্রমণভাগ সামলাতে জুলিয়ান আলভারেজের সঙ্গে নিকোর উপর আস্থা ছিল কোচ স্ক্যালোনির। তবে উরুগুয়ে ম্যাচে বদলি নেমেও লাল কার্ড দেখায় এবার আর্জেন্টাইন কোচকে ব্রাজিল ম্যাচে দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি দুশ্চিন্তায়। কাকে দিয়ে সামলাবেন আক্রমণভাগ? কীভাবে সামলাবেন ব্রাজিলের রক্ষণভাগের চ্যালেঞ্জ? একের পর এক ধাক্কা সামলেও কি আর্জেন্টিনা আবারও নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করতে পারবে? এসব জানার জন্য এখন অপেক্ষা করতে হবে সমর্থকদের।