মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত স্পেন। আভাস রয়েছে এর চেয়েও ভারি বৃষ্টির। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। মার্টিনহো ঝড়ের প্রভাবে তলিয়ে গেছে স্পেনের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল। মাঞ্জানারেস নদীতে পানির উচ্চতা বাড়তে থাকায় প্লাবনের শঙ্কায় রাজধানী মাদ্রিদও।
রাজধানীর উত্তর পশ্চিমে আভিলা শহরে ভারি যন্ত্রপাতির সাহায্যে নদী কেটে বন্যার পানি সরাচ্ছে প্রশাসন। বন্যার্তদের সহযোগিতা করছে সেনাবাহিনী। বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়; ডুবে গেছে কৃষি জমি।
বাসাবাড়ি থেকে পানি সরানোর চেষ্টায় ব্যস্ত এলাকাবাসী। মৌসুমের তৃতীয় বন্যায় স্পেনে দীর্ঘ খরার অবসান ঘটলেও কমেছে পর্যটক।
ধারণক্ষমতার বেশি পানি মজুতের ফলে খুলে দেয়া হয়েছে দেশের বেশিরভাগ বাঁধ।