রোহিঙ্গা-বোঝাই নৌকাডুবি, ২৫ জন উদ্ধার

- আপডেট সময় : ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় টেকনাফের শাহ পরীর দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাগরে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও এ ঘটনায় নিখোঁজ রয়েছেন উদ্ধার তৎপরতায় অংশ নেয়া এক বিজিবি সদস্য।
আজ (শনিবার, ২২ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করলে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়।
খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে।
পরবর্তীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যসহ আর অন্য কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে বিজিবির উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে নিখোঁজ বিজিবি সদস্যের নাম এখনও জানা যায়নি।