ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি হামলায় লেবাননে ৭, গাজায় ৩৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতি উপেক্ষা করে গতকাল শনিবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েরি বাহিনী। এতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি এ হামলার ফলে চার মাসে আগে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গতকাল শনিবার লেবানন সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরের জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করা হয়েছে।

এ হামলার প্রতিক্রিয়া হিসেবেই মূলত লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলে রকেট হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

অন্যদিকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আল জাজিরা বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে গাজা শহরের তুফাহে ৯ জন, জেইতুন পাড়ায় ২ জন, আল-মোঘরাকায় ২ জন, নেটজারিম করিডোরের কাছে ২ জন, বেইত লাহিয়ায় ৬ জন, দেইর এল-বালাহে একজন এবং খান ইউনিসে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের গাজাযুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৩ হাজার ২১৩ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ধ্বংস্তুপের নিচে এখনো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে, যারা মারা গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় লেবাননে ৭, গাজায় ৩৪ জন নিহত

আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে গতকাল শনিবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েরি বাহিনী। এতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি এ হামলার ফলে চার মাসে আগে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গতকাল শনিবার লেবানন সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরের জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করা হয়েছে।

এ হামলার প্রতিক্রিয়া হিসেবেই মূলত লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলে রকেট হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

অন্যদিকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আল জাজিরা বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে গাজা শহরের তুফাহে ৯ জন, জেইতুন পাড়ায় ২ জন, আল-মোঘরাকায় ২ জন, নেটজারিম করিডোরের কাছে ২ জন, বেইত লাহিয়ায় ৬ জন, দেইর এল-বালাহে একজন এবং খান ইউনিসে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের গাজাযুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৩ হাজার ২১৩ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ধ্বংস্তুপের নিচে এখনো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে, যারা মারা গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি হতে পারে।