টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজে গিয়ে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে টেকনাফের গোলা চরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে চর এলাকা থেকে বেলালের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার কাজে যোগ দেয় বিজিবি। এ সময় প্রবল স্রোতে ভেসে যান সিপাহি বেলাল। তাৎক্ষণিক বেলালের মরদেহ খুঁজে কোস্টগার্ড নৌবাহিনী ও বিজিবি সদস্যরা নাফ নদীতে অভিযান চালায়। দুইদিন পর বেলালের মরদেহ পাওয়া যায় শাহপরীর দ্বীপ গোলা চর এলাকায়।
এর আগে শনিবার ডুবে যাওয়া নৌকার চার যাত্রীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ছাড়াও নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি ডুবে গেলে তাৎক্ষণিক শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল বিজিবির এক সদস্যসহ কয়েকজন রোহিঙ্গা। সবশেষ বিজিবি সদস্যোর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। জীবিত উদ্ধার ২৫ রোহিঙ্গা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা।