বলিউড তারকা আমির খান সদ্যই ৬০-এ পা দিয়েছেন। আর 'সিনিয়র সিটিজেন' হওয়ার ঠিক মুখেই তিনি জানান যে তিনি নতুন করে প্রেমে পড়েছেন। আলাপ করিয়েছেন প্রেমিকা গৌরীর সঙ্গে। এবার তিনি জানালেন রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনাই তাঁর উপর দারুণ প্রভাব ফেলেছিল, সেই সময় তিনি অ্যালকোহলিক হয়ে পড়েন। আর কী জানালেন মিস্টার পারফেকশনিস্ট।
রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য বন্ধ করে দেন কাজও। এদিন তিনি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তিনি আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু সেই ঘটনার পর থেকে তিনি একদিন একটা বোতল শেষ করে দিতেন।
এই বিষয়ে আমির জানিয়েছেন 'যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। একা থাকতে বাড়িতে সেই সময়। প্রায় দেড় বছর আমি বিশাল মদ খেয়েছি। তুমি জানলে অবাক হবে যে আমি আগে একেবারেই মদ খেতাম না। কিন্তু ওই বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত। আমি মদ খাওয়া শুরু করি।'
তিনি এদিন আরও বলেন, 'যে একেবারেই মদ খেতো না, সে এক একদিনে এক একটি বোতল খেয়ে ফেলত। আমি দেবদাস হয়ে গেছিলাম। একদম দেবদাস। পুরো নিজেকে শেষ করতে দিতে উঠে পড়ে লেগেছিলাম। আমি দেড় বছর সেটা করেছিলাম। গভীর অবসাদে ডুবে গেছিলাম।'
প্রসঙ্গত আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাঁদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাঁরা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন মিস্টার পারফেকশনিস্ট।