‘ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই’

- আপডেট সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩৫৯ বার পড়া হয়েছে

আসন্ন ঈদে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। সোমবার ঢাকায় মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে অস্ট্রেলিয়ার সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম আগামী মাসেই শুরু হবে বলেও জানান সচিব।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আর অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন সে দেশের জয়েন্ট এজেন্সি টাস্কফোর্স এর ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ সময় উপস্থিত ছিলেন।
পরে ব্রিফিংয়ে সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন আশঙ্কা নেই।
এপ্রিল মাসেই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।