ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চলছে তামিমের জন্য তাদের প্রার্থনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামিম ইকবালের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। মাশরাফি-তাসকিনদের পাশাপাশি লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় মনোজ তিওয়ারিও তার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেবল ক্রিকেটাররাই নন, শোবিজ তারকারাও জানিয়েছেন শুভকামনা।

প্রতিদিনের মতোই শুরু হয়েছিল ২৪ মার্চের সকালও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেটার্সের বিপক্ষে টসও করলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ড্রেসিংরুমে ফেরার পরই বাঁধে বিপত্তি।

শুরুতে শারীরিক অসুস্থতার কারণ হিসেবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করলেও, পরে দেখা যায় অবস্থা গুরুতর। হেলিকপ্টার প্রস্তুত থাকলেও ঢাকায় আনার মতো পরিস্থিতিও ছিল না। স্থানীয় একটি হাসপাতালেই এনজিওগ্রাম, রিং প্রতিস্থাপন করা হয় দেশসেরা ওপেনারের।

এই তথ্য ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে তামিমময়। সাবেক-বর্তমান সতীর্থরা ফেসবুক বার্তার মাধ্যমে তার সুস্থতার প্রার্থনা করেন। মাশরাফি-তাসকিন-মিরাজদের আকুতি ছড়িয়ে পড়ে সর্বত্র।

তাসকিন লিখেন, ‘ঢাকার সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই কঠিন সময়ে দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’

নাসির হোসেন লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’

কেবল দেশিরাই নন, লঙ্কান কিংবদন্তী লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারীও তামিমের সুস্থতা কামনায় দিয়েছেন বার্তা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকেও জানানো হয় প্রার্থনার আর্জি।

লাসিথ মালিঙ্গা লিখেন, ‘তামিমের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। লড়াই চালিয়ে যান, যেমনটা আপনি সবসময় মাঠে থাকেন।’

মনোজ তিওয়ারী লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা!’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলে জানিয়েছে বিসিবি। সামাজিক মাধ্যমে শোবিজ তারকা শাকিব খান চেয়েছেন দোয়া, করেছেন প্রার্থনা।

শাকিব খান লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

দ্যা শো মাস্ট গো অন, এজন্যই বোধহয় এত বড় ঘটনার পরেও খেলা বন্ধ হয়নি। তাই ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটে গেছেন দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। ছুটে গেছেন বিসিবি বস ফারুক আহমেদসহ পরিচালকরাও।

ডাক্তাররা জানিয়েছেন মিরাকল ঘটিয়েছেন তামিম। হয়তো লাখো কোটি ভক্তদের দোয়া ও ভালোবাসায় ফিরেছেন এই তারকা, যেমনটা ভাঙ্গা হাত নিয়েই ব্যাট হাতে ফিরেছিলেন ২০১৮ এশিয়া কাপে।

এতকিছুর পরও বিস্ময়কর হলো, একসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসানের টাইমলাইনজুড়ে পাওয়া যায়নি কিছুই। বরং সেখানে শোভা পাচ্ছে জুয়ার বিজ্ঞাপন।

নিউজটি শেয়ার করুন

চলছে তামিমের জন্য তাদের প্রার্থনা

আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। মাশরাফি-তাসকিনদের পাশাপাশি লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় মনোজ তিওয়ারিও তার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেবল ক্রিকেটাররাই নন, শোবিজ তারকারাও জানিয়েছেন শুভকামনা।

প্রতিদিনের মতোই শুরু হয়েছিল ২৪ মার্চের সকালও। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেটার্সের বিপক্ষে টসও করলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ড্রেসিংরুমে ফেরার পরই বাঁধে বিপত্তি।

শুরুতে শারীরিক অসুস্থতার কারণ হিসেবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করলেও, পরে দেখা যায় অবস্থা গুরুতর। হেলিকপ্টার প্রস্তুত থাকলেও ঢাকায় আনার মতো পরিস্থিতিও ছিল না। স্থানীয় একটি হাসপাতালেই এনজিওগ্রাম, রিং প্রতিস্থাপন করা হয় দেশসেরা ওপেনারের।

এই তথ্য ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে তামিমময়। সাবেক-বর্তমান সতীর্থরা ফেসবুক বার্তার মাধ্যমে তার সুস্থতার প্রার্থনা করেন। মাশরাফি-তাসকিন-মিরাজদের আকুতি ছড়িয়ে পড়ে সর্বত্র।

তাসকিন লিখেন, ‘ঢাকার সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই কঠিন সময়ে দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’

নাসির হোসেন লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’

কেবল দেশিরাই নন, লঙ্কান কিংবদন্তী লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারীও তামিমের সুস্থতা কামনায় দিয়েছেন বার্তা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকেও জানানো হয় প্রার্থনার আর্জি।

লাসিথ মালিঙ্গা লিখেন, ‘তামিমের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। লড়াই চালিয়ে যান, যেমনটা আপনি সবসময় মাঠে থাকেন।’

মনোজ তিওয়ারী লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা!’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলে জানিয়েছে বিসিবি। সামাজিক মাধ্যমে শোবিজ তারকা শাকিব খান চেয়েছেন দোয়া, করেছেন প্রার্থনা।

শাকিব খান লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

দ্যা শো মাস্ট গো অন, এজন্যই বোধহয় এত বড় ঘটনার পরেও খেলা বন্ধ হয়নি। তাই ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটে গেছেন দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। ছুটে গেছেন বিসিবি বস ফারুক আহমেদসহ পরিচালকরাও।

ডাক্তাররা জানিয়েছেন মিরাকল ঘটিয়েছেন তামিম। হয়তো লাখো কোটি ভক্তদের দোয়া ও ভালোবাসায় ফিরেছেন এই তারকা, যেমনটা ভাঙ্গা হাত নিয়েই ব্যাট হাতে ফিরেছিলেন ২০১৮ এশিয়া কাপে।

এতকিছুর পরও বিস্ময়কর হলো, একসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসানের টাইমলাইনজুড়ে পাওয়া যায়নি কিছুই। বরং সেখানে শোভা পাচ্ছে জুয়ার বিজ্ঞাপন।