দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু

- আপডেট সময় : ০২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে, যা দ্বীপ উপজেলায় বসবাসরত চার লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করল।
সোমবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে আনুষ্ঠানিকভাবে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টারা ফেরিতে করে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।
এই ফেরি সার্ভিস চালুর ফলে সন্দ্বীপের মানুষের জন্য মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হলো। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত এই ফেরি চলাচল করবে, যা দ্বীপের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
এছাড়া, মন্ত্রণালয়ের উপদেষ্টারা ফেরি সার্ভিসের সঙ্গে সমন্বয় করে সোমবার ঢাকা-সন্দ্বীপ রুটে বিআরটিসি বাস সেবা উদ্বোধন করেছেন।
চট্টগ্রামের এয়ারপোর্ট-সি বিচ-নিমতলা-নয়াবাজার-কুমিরা-বাঁশবাড়িয়া ফেরিঘাট-সন্দ্বীপ এনাম নাহার মোড় রুটেও এসি বাস সেবা চালু করেছে বিআরটিসি।
ফেরি চলাচলের জন্য ফি নির্ধারণ করা হয়েছে: সাধারণ যাত্রী ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজি চালিত অটোরিকশা ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, বাস ৩, ৩০০ টাকা, ট্রাক ৩, ৩৫০ টাকা, এবং ১০ চাকার গাড়ি ৭, ১০০ টাকা।
ফেরি এবং বাস সেবা উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি বক্তব্য দেবেন।
চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরি সেবার মধ্যে দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত চলাচল করবে এই ফেরি সেবা।