ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাড়বে তাপমাত্রা, বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষণস্থায়ী বৃষ্টিতে চৈত্রের প্রখর রোদের দাপট কিছুটা কমেছে। সঙ্গে তাপমাত্রার পারদও খানিকটা নিচের দিকে নেমেছিল। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ দিনে আবারও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গল ও বুধবার (২৫-২৬) একই সময় পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বুধবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের অন্যত্র কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

বাড়বে তাপমাত্রা, বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

আপডেট সময় : ১২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ক্ষণস্থায়ী বৃষ্টিতে চৈত্রের প্রখর রোদের দাপট কিছুটা কমেছে। সঙ্গে তাপমাত্রার পারদও খানিকটা নিচের দিকে নেমেছিল। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ দিনে আবারও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গল ও বুধবার (২৫-২৬) একই সময় পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বুধবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের অন্যত্র কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।