ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের নারী ফুটবলে এক নতুন ইতিহাস রচিত হলো। মেয়েদের এল ক্লাসিকোতে প্রথমবারের মতো বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল।

এই পরাজয় বার্সেলোনার জন্য অবিশ্বাস্যই বটে। কারণ, এর আগে নারী এল ক্লাসিকোতে ১৮ বার মুখোমুখি হয়ে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯তম ম্যাচে এসে সেই জয়রথ থামিয়ে দিল রিয়াল। ম্যাচ শেষে বার্সার তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস বলেন, “লেভান্তের কাছে হারের দিন যেমন লেগেছিল, আজও তেমনই লাগছে। তবে এটাই ফুটবল।”

নারী ফুটবলে বার্সেলোনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ১৯৭০ সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ৯ বার। অন্যদিকে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোনকে অধিগ্রহণের মাধ্যমে ২০২০ সালে রিয়াল মাদ্রিদ নারী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এখনও কোনো বড় শিরোপা জেতা হয়নি তাদের।

প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের আলবা রেদোনদো গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে বার্সার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা ফেরান। তবে এরপরই রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৮৭ মিনিটে স্কটিশ ফরোয়ার্ড ক্যারোলিন উইয়ার গোল করে আবার এগিয়ে দেন রিয়ালকে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের পরও বার্সেলোনা ৪ পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের বিপক্ষে হার এবং এবার রিয়ালের কাছে হার—বার্সার মেয়েদের জন্য কঠিন সময়ই বটে।

নিউজটি শেয়ার করুন

বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ নারী দল

আপডেট সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

স্পেনের নারী ফুটবলে এক নতুন ইতিহাস রচিত হলো। মেয়েদের এল ক্লাসিকোতে প্রথমবারের মতো বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল।

এই পরাজয় বার্সেলোনার জন্য অবিশ্বাস্যই বটে। কারণ, এর আগে নারী এল ক্লাসিকোতে ১৮ বার মুখোমুখি হয়ে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯তম ম্যাচে এসে সেই জয়রথ থামিয়ে দিল রিয়াল। ম্যাচ শেষে বার্সার তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস বলেন, “লেভান্তের কাছে হারের দিন যেমন লেগেছিল, আজও তেমনই লাগছে। তবে এটাই ফুটবল।”

নারী ফুটবলে বার্সেলোনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ১৯৭০ সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ৯ বার। অন্যদিকে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোনকে অধিগ্রহণের মাধ্যমে ২০২০ সালে রিয়াল মাদ্রিদ নারী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এখনও কোনো বড় শিরোপা জেতা হয়নি তাদের।

প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের আলবা রেদোনদো গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে বার্সার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা ফেরান। তবে এরপরই রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৮৭ মিনিটে স্কটিশ ফরোয়ার্ড ক্যারোলিন উইয়ার গোল করে আবার এগিয়ে দেন রিয়ালকে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের পরও বার্সেলোনা ৪ পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের বিপক্ষে হার এবং এবার রিয়ালের কাছে হার—বার্সার মেয়েদের জন্য কঠিন সময়ই বটে।