বিমসটেকের সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে। আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ ঘোষণা আসবে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সভাপতিত্ব গ্রহণ করবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বাণিজ্য ও মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবিলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলন শেষে রাষ্ট্র ও সরকার প্রধানরা যৌথ ঘোষণা দেবেন।
পররাষ্ট্রসচিব জানান, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা বাণিজ্যিক শিপিং ও সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।
আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ব্যাংককে পৌঁছাবেন এবং বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন। একই দিন তিনি ‘BIMSTEC Young Generation Forum: Where the Future Meets’ শীর্ষক ফোরামে বক্তব্য দেবেন। সম্মেলন শেষে ৪ এপ্রিল দেশে ফিরে আসবেন।