ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিমসটেকের সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে। আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ ঘোষণা আসবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সভাপতিত্ব গ্রহণ করবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বাণিজ্য ও মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবিলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলন শেষে রাষ্ট্র ও সরকার প্রধানরা যৌথ ঘোষণা দেবেন।

পররাষ্ট্রসচিব জানান, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা বাণিজ্যিক শিপিং ও সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ব্যাংককে পৌঁছাবেন এবং বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন। একই দিন তিনি ‘BIMSTEC Young Generation Forum: Where the Future Meets’ শীর্ষক ফোরামে বক্তব্য দেবেন। সম্মেলন শেষে ৪ এপ্রিল দেশে ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

বিমসটেকের সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে। আগামী মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ ঘোষণা আসবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সভাপতিত্ব গ্রহণ করবে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

বিমসটেক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। বাণিজ্য ও মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবিলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলন শেষে রাষ্ট্র ও সরকার প্রধানরা যৌথ ঘোষণা দেবেন।

পররাষ্ট্রসচিব জানান, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা বাণিজ্যিক শিপিং ও সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ব্যাংককে পৌঁছাবেন এবং বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন। একই দিন তিনি ‘BIMSTEC Young Generation Forum: Where the Future Meets’ শীর্ষক ফোরামে বক্তব্য দেবেন। সম্মেলন শেষে ৪ এপ্রিল দেশে ফিরে আসবেন।