ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজধানীতে শেষ সপ্তাহে জমে উঠেছে ঈদ বাজার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শেষ সপ্তাহে জমে উঠেছে ঈদ বাজার। বিপণিবিতান ও শপিংমলগুলোতে কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। শেষ সপ্তাহে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের। ঈদ উপলক্ষ্যে বিপণিবিতানগুলোতে থাকছে মূল্য ছাড়।

আর মাত্র কয়েক দিন বাকি ঈদের। পুরোদমে চলছে ঈদের কেনাকাটা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলোতে।

ক্রেতারা বলছেন, হাতে অল্প সময় আছে। এরই মধ্যে সাধ্যানুযায়ী নতুন পোশাক কিনে ঈদ করতে হবে। তবে পোশাকের দাম গতবারের চেয়ে বেশির অভিযোগ করছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে কেউ কেউ দিচ্ছেন মূল্য ছাড়।

বিক্রেতাদের একজন বলেন, ‘ঈদ উপলক্ষে একটা অফার দিয়েছি একটা শাড়ি ১ হাজার টাকা যেটা রেগুলার বিক্রি হয় ১৮০০ থেকে ২ হাজার টাকা।’

বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, ছেলেদের এবার চাহিদার শীর্ষে পাঞ্জাবি ও হাফ শার্ট।‌ নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি শাড়ি ও থ্রি পিস।

ক্রেতাদের একজন বলেন, ‘দাম অনেক বেশি। বাজেটের মধ্যে পাওয়া তেমন যাচ্ছে না।’

আরেকজন বলেন, ‘দোকানগুলো ঘুরছি। যেখানে যেটা ভালো লাগছে সেটাই কিনছি। ওইরকমভাবে পছন্দ করে আসা হয় নাই।’

এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বলছেন, সারাবছর ঘিরে রমজানের ঈদের বেচা বিক্রিই বড় বাণিজ্যিক আশা তাদের।

শুরুর দিকে বেচা বিক্রি না হলেও ঈদ বাজারের শেষ সপ্তাহে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে শেষ সপ্তাহে জমে উঠেছে ঈদ বাজার

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

রাজধানীতে শেষ সপ্তাহে জমে উঠেছে ঈদ বাজার। বিপণিবিতান ও শপিংমলগুলোতে কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। শেষ সপ্তাহে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের। ঈদ উপলক্ষ্যে বিপণিবিতানগুলোতে থাকছে মূল্য ছাড়।

আর মাত্র কয়েক দিন বাকি ঈদের। পুরোদমে চলছে ঈদের কেনাকাটা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলোতে।

ক্রেতারা বলছেন, হাতে অল্প সময় আছে। এরই মধ্যে সাধ্যানুযায়ী নতুন পোশাক কিনে ঈদ করতে হবে। তবে পোশাকের দাম গতবারের চেয়ে বেশির অভিযোগ করছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে কেউ কেউ দিচ্ছেন মূল্য ছাড়।

বিক্রেতাদের একজন বলেন, ‘ঈদ উপলক্ষে একটা অফার দিয়েছি একটা শাড়ি ১ হাজার টাকা যেটা রেগুলার বিক্রি হয় ১৮০০ থেকে ২ হাজার টাকা।’

বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, ছেলেদের এবার চাহিদার শীর্ষে পাঞ্জাবি ও হাফ শার্ট।‌ নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি শাড়ি ও থ্রি পিস।

ক্রেতাদের একজন বলেন, ‘দাম অনেক বেশি। বাজেটের মধ্যে পাওয়া তেমন যাচ্ছে না।’

আরেকজন বলেন, ‘দোকানগুলো ঘুরছি। যেখানে যেটা ভালো লাগছে সেটাই কিনছি। ওইরকমভাবে পছন্দ করে আসা হয় নাই।’

এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বলছেন, সারাবছর ঘিরে রমজানের ঈদের বেচা বিক্রিই বড় বাণিজ্যিক আশা তাদের।

শুরুর দিকে বেচা বিক্রি না হলেও ঈদ বাজারের শেষ সপ্তাহে লক্ষ্যমাত্রা পূরণের আশা ব্যবসায়ীদের।