সাধারণ পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

আগামীকাল স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে সব ধরনের বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে গ্রেপ্তার করা হবে।
সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে পোশাকধারী ছাড়া সাধারণ পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ঈদের সময় রাস্তায় যানজট এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, এখন পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সব ধরনের ঘটনার বিচার হবে। এসব ঘটনার দ্রুত প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।