সিরিয়ায় দুটি বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলা

- আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

সিরিয়ায় বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেশটির প্রাচীন শহর পালমিরার কাছের দুটি ঘাঁটিতে হামলা চালানো হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমানঘাঁটিতে হামলা চালাল ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার তাদমুর ও টি-৪ ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তাঁরা। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, হোমসের পালমিরা শহরের কাছের বিমানঘাঁটিতে ‘অবশিষ্ট সামরিক সক্ষমতা’ দেখানো হয়েছে।
এর আগে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেছিলেন, ‘গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ওপর ইসরায়েলের হামলা শুরু হয়। সামনে সিরিয়ার পাশাপাশি লেবাননের ওপরও ইসরায়েলের হামলা তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে সিরিয়ার পক্ষ থেকে হামলার বিষয়ে কিছু জানানো হয়নি। বিমানঘাঁটিতে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।
গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার ৫০০ টির বেশি বিমান হামলা চালিয়েছে।